পুলিশের নির্যাতনে পঙ্গুত্ব বরণকারী সাবেক ছাত্রনেতার পাশে নরসিংদী জেলা বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৬ পিএম, ১২ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:৩০ এএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানে পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা নিয়ে পুলিশের নির্যাতনে পঙ্গুত্ব বরণকারী সাবেক ছাত্রনেতা তানজিরুল হক লিমনের পাশে নরসিংদী জেলা বিএনপি।
গতকাল সোমবার (১১ জুলাই) বিকেলে নরসিংদী জেলা বিএনপি’র আহবায়ক খায়রুল কবির খোকন ও জেলা বিএনপি’র সদস্য সচিব মন্জুর এলাহী, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক গোলাম কবির কামাল, ফারুক উদ্দীন ভূ্ইঁয়া, খবিরুল ইসলাম বাবু, আমিনুল হক বাচ্চু, সদস্য ইলিয়াস আলী ভুঁইয়া, সিদ্দিকুর রহমান নাহিদ সহ বিএনপি’র নেতাকর্মীরা ফল নিয়ে পুলিশের নির্যাতনে পঙ্গুত্ব বরণকারী সাবেক ছাত্রনেতা তানজিরুল এর বাসায় যান এবং তার পরিবারের খোঁজ খবর নেন।