যুক্তরাজ্য জাতীয়তাবাদী যুব ফোরাম কর্তৃক সুনামগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৭ পিএম, ১২ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:০৩ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুব ফোরাম যুক্তরাজ্যের পক্ষ থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলার বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, লবণ, তেল, পেঁয়াজ জরুরি ঔষধ (প্যারাসিটামল, মেট্রিল, ওরস্যালাইন)।
যুক্তরাজ্য জাতীয়তাবাদী যুব ফোরাম এর সহযোগিতায় ও কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ নোমান। সদস্য মোহাম্মদ সানুর, সদস্য মোশাহিদ, পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দিনার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জাফর সাদেক জামী, যুগ্ম আহ্বায়ক মামুন আহমেদ, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ রাজীব, ছাত্রদল নেতা মেহবুব রহমান, রাফি আহমেদ ও রুয়েল আহমদ।
এবিষয়ে যুক্তরাজ্য জাতীয়তাবাদী যুব ফোরাম এর সভাপতি শেখ মোঃ আতিকুর রহমান বলেন যুক্তরাজ্যে বসবাসরত, যুক্তরাজ্য জাতীয়তাবাদী যুব ফোরাম এর নিজস্ব তহবিল থেকে সুনামগঞ্জের বন্যার্তদের জন্য খাদ্য সামগ্রী প্রদান করা হয়। অদূর ভবিষ্যতে বাংলাদেশের যেকোন সংকটময় মুহূর্তে যুক্তরাজ্য জাতীয়তাবাদী যুব ফোরাম পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন।