গণতন্ত্রহীনতাই রাষ্ট্রের মূল সংকট : মীর হেলাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৬ পিএম, ১২ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:৪৩ এএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
রাষ্ট্রের প্রতিটি দপ্তর ও শাসন কাঠামো স্বৈরাচারী কায়দায় চলেছ। অগণতান্ত্রিক সরকারের অধীনে কোনভাবেই গনতান্ত্রিক চর্চা সম্ভব নয়। জবাবদিহিতা বিহীন শাসন ব্যবস্থার কারণে সরকার পক্ষের নেতাদের লুটপাট ও দুর্ণীতি মহোৎসব চলছে। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে সরকার পুরোপুরি ব্যর্থ। সিলেট সহ সারা দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের কোন সহযোগিতা না করে সরকার তাদের কথিত উন্নয়নের বুলি ছড়াচ্ছে। দেশে বিদ্যুতের মহা সংকট দেখা দিয়েছে। সরকার এতদিন ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার সফলতার কথা বললেও কার্যত ঘরে ঘরে ভয়াবহ লোডশেডিং উপহার দিয়েছে। ব্যাংকিং খাত একটি লুটপাটের আখড়ায় পরিণত হয়েছে।
গতকাল সোমবার (১১ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম হাটহাজারীর মীরের খিল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য, বিএনপি মিডিয়া সেল কমিটির সদস্য, বিএনপি'র আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিষ্টার মীর হেলাল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশে গণতান্ত্রিক কাঠামো না থাকায় এই ভয়াবহ সংকট উত্তরণের কোন উপায় নেই। এই সংকট উত্তরণের একমাত্র পথ হলো দেশে একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করা। দেশের এই ক্রান্তিকাল উত্তরন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের শাসন কায়েমের জন্য বাংলাদেশের মানুষ দেশনায়ক তারেক রহমানকে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চায়। জনগণ মনে করেন দেশনায়ক তারেক রহমান দেশ শাসনের নেতৃত্বে আসলে দেশের প্রতিটি নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সামর্থ্য ও স্বাধীনতা নিশ্চিত হবে। বন্ধ হবে লুটপাট, দুর্ণীতি এবং অপশাসন নামক গুম, খুন ও জুলুমের রাজনীতি।
হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি'র সদস্য সচিব মোস্তাক আহম্মেদ খান, চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত সদস্য এরশাদুল্লাহ, চট্টগ্রাম মহানগর বিএনপি'র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত সদস্য ইকবাল চৌধুরী, আর ইউ চৌধুরী শাহীন, চট্টগ্রাম মহানগর বিএনপি পুনর্গঠন টিমের সদস্য আলহাজ্ব ঈসমাইল বালী, উত্তর জেলা বিএনপির সদস্য এবং হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক মোহাম্মদ জাকের হোসেন, উত্তর জেলা বিএনপির সদস্য এবং রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হাসনাত চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সদস্য এবং হাটহাজারী বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সদস্য এবং হাটহাজারী বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ রফিকুল আলম চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শওকত আজম খাজা, চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, বায়েজিদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, মহানগর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসিফ চৌধুরী লিমন, চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, চট্টগ্রাম মহানগর জাসাস এর সদস্য সচিব মামুনুর রশিদ শিপন, উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেসা নার্গিস ও সাধারণ সম্পাদিকা লায়লা ইয়াসমিন।
আরো বক্তব্য রাখেন হাটহাজারী পৌরসভা বিএনপি সিঃ যুগ্ম আহবায়ক আব্দুস শুক্কুর মেম্বার, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মাঈনুদ্দীন শহীদ, ইয়াকুব চৌধুরী, উপজেলা বিএনপি প্রবীন নেতা মোঃ হাকিম উদ্দিন, ডাঃ কাজী আবুল খায়ের, মোহাম্মদ ইসমাইল, আবুল হাসেম চৌধুরী, আলহাজ্ব ওসমান গনী, ইলিয়াস চৌধুরী, রহমত উল্লাহ চৌধুরী, জি এম আজম মাষ্টার, মোজাম্মেল হক, নুর খান, নিজাম উদ্দিন হাকিম, শাহাজান চৌধুরী মন্জু, সাইফুল ইসলাম, শহিদুল্লাহ বাচা, নুরুল আলম মফিজ, নাসিম উদদীন মেম্বার, জি এম সাইফুল ইসলাম, ইয়াকুব মেম্বার, কামাল উদ্দিন, হোসেন মেম্বার, শাহাজান বাদশা, এস এম ফারুক, ঈসা শফিক, মুজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম, তৌহিদুল আলম, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান দৌলত, অ্যাডভোকেট রিয়াদ উদ্দিন, মির্জা সাহেদ, সদস্য হাবিবুর রহমান, মোহাম্মদ হারুন অলি, আমিন সওদাগর, মোহাম্মদ জসিম, কামাল চৌধুরী, ইয়াকুব চৌধুরী, আনোয়ার তালুকদার, মনসুর কাদেরী, হারুন রশীদ, নুরুল ইসলাম, রেজাউল করিম, আবু হানিফ, ২ নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মামুন, চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি এম, এ রাজ্জাক, মোঃ জাহাঙ্গীর আলম, আবদুল করিম, নগর যুবদল নেতা এনামুল হক রাজু, তৈয়ব আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকবর আলী, বায়েজিদ থানা যুবদলের আহবায়ক অরূপ বড়ুয়া, ১ নং যুগ্ম আহবায়ক মঞ্জুর আলম মঞ্জু, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক জাফর আহমেদ খোকন, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক মাস্টার আরিফ, সাব্বির আহম্মেদ, মোহররম আলী, আব্বাস উদ্দীন, আবু কাউছার, হাটহাজারী উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক সোহেল সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক এমরান চৌধুরী, সহ দপ্তর সম্পাদক নাছির উদ্দিন তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক এরশাদ মির্জা, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুঃ আলাউদ্দিন তালুকদার, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহবায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, সদস্য সচিব গাজীআবদুল মুবিন, হাটহাজারী পৌরসভা যুবদলের আহবায়ক মীর্জা এমদাদ, সদস্য সচিব মোহাম্মদ হেলাল, ২ নং জালালাবাদ ওয়ার্ড যুবদলের আহবায়ক এস এম আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রানা, বায়েজিদ বোস্তামি থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক পারভেজ, বায়েজিদ বোস্তামি থানা ছাত্রদলের আহবায়ক এস এম নোমান, সদস্য সচিব সৈয়দ আকিবুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক কে এম মনিরুজ্জামান, হাটহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইলিয়াস মেহেদী, উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাইফুল, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ সাহেদ খান সহ চট্টগ্রাম মহানগর, উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী, হাটহাজারী উপজেলা ও উপজেলার অধীনস্থ সকল ইউনিয়ন এর বিএনপি এবং অঙ্গসংগঠনের দায়িত্বশীল সকল নেতৃবৃন্দ, হাটহাজারী পৌরসভা ও পৌরসভার অধীনস্থ সকল ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গসংগঠনের দায়িত্বশীল সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।