যশোরে নিজ বাড়ির সামনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৭ এএম, ১২ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:০৫ এএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
যশোরে জেলা যুবদলের সহ সভাপতি বদিউজ্জামানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার সকালে (১২ জুলাই) শহরের বেজপাড়ায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘নিজ বাড়ির সামনে যশোর জেলা যুবদলের সহসভাপতি বদিউজ্জামানকে কুপিয়ে হত্যার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি।’ এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান তিনি।