সাভার-আশুলিয়ার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ঈদ শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৭ পিএম, ১১ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০৬:০২ এএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
ঈদ উল আযহার দ্বিতীয় দিনে সাভার, আশুলিয়ার যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (১১ জুলাই) উক্ত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি ঈদ উল আযহার শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
ঈদ শুভেচ্ছা বিনিয়ম শেষে বাংলাদেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিত মানুষের জন্য দোয়া করা হয়। সাথে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নফসের মাগফিরাত কামনায় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ও আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আইয়ুব খান, ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি আরিফুল ইসলাম আরিফ, শহীদুল ইসলাম, গোলাম মোস্তফা, আব্দুল মালেক, ঢাকা জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান, শফিকুর রহমান, ঢাকা জেলা ছাত্রদলের সদস্য সচিব সজীব মুরসালীন, যুগ্ন আহবায়ক সাজ্জাদ হেসেন আদর, সাদ্দাম, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হামিদ সহ অন্যান্য নেত্রীবৃন্দ।