পবায় বিএনপির নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৩ পিএম, ১১ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০২:৪১ পিএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়ন, হুজুরীপাড়া ইউনিয়ন ও হড়গ্রাম ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে আজ বিকেলে দারুষা স্কুল মাঠে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও সিলেট, সুনামগঞ্জে বন্যায় কবলিত মানুষদের জন্য দোয়ার আয়োজন করা হয়।
উক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক, পবা-মোহনপুর-৩ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী এ্যাড.শফিকুল হক মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক, পবা উপজেলা বিএনপির আহবায়ক সেলিম রেজা বাচ্চু, যুগ্ম আহবায়ক আলমগির হোসেন, পবা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান আহম্মেদ।
হুজুরী পাড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে আজ বিকেলে মড়মড়ে হাটে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুজুরী পাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ, পবা উপজেলা বিএনপির সদস্য গোলাম মুজাহিদ, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, সেলিম উদ্দিন, সদস্য ষ্টার, সোহেল, জার্জিস, মিঠুন, হুজুরীপাড়ার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলসাদ, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওহাব, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিহাব উদ্দিন, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তাইজুল ইসলাম, সাবেক সদস্য মাজদার রহমান, রাজশাহী যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড তারেক হোসেন, পবা উপজেলা যুবদলের সদস্য আব্দুল ওহাব, মুস্তাফিজুর রহমান জিয়া, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান, পরিচালনা করেন হুজুরী পাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন।
দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সালাম মাষ্টার, সদস্য সচিব রফিকুল ইসলাম,দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম খান, দর্শন পাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোর্শেদ মাষ্টার, পবা উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম সরকার, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, দর্শনপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রমজান আলী, দর্শনপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আকমল হোসেন, দর্শনপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আজাবুল ইসলাম শামীম, সদস্য সচিব রফিকুল ইসলাম, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, দর্শনপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম, সাংগঠনিক মুর্তজা।