ঈদের দিনে বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের মাঝে গোশত ও বস্ত্রসহ ঈদ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৯ এএম, ১১ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০৩:০৬ এএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স গতকাল ঈদের দিনে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নের বন্যাদূর্গত এলাকায় দুর্দশাগ্রস্ত মানুষের জন্য গরু কোরবানি দিয়ে তাদের মাঝে কোরবানির গোশতসহ ঈদ সামগ্রী এবং বৃদ্ধ, নারী ও শিশুদের জন্য ঈদের নতুন পোশাক বিতরণ করেন।
এসময় তিনি বলেন, জনগণের কাছে এবারের ঈদ তীব্র কষ্টকর ও নিরানন্দ। একদিকে ভয়াবহ বন্যায় মানুষ দুর্দশাগ্রস্ত, নিত্য প্র্যয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে, বিদ্যুতের অভাবে মানুষ দিশেহারা, অন্যদিকে গণতন্ত্র ও অধিকারহীন পরিবেশে দুঃশাসনের কবলে মানুষ অতিষ্ঠ।
জনগণকে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে সরকারের কোনও উদ্যোগ নাই। সরকার ব্যাস্ত কূট কৌশলে নিজেদের ব্যার্থতা আড়াল ও ক্ষমতা জবর দখল করে দুঃশাসন দীর্ঘায়িত করতে। তিনি বলেন, জনগণের পাশে আওয়ামী লীগ নেই, বিএনপি জনগণের দল, জনগণের দুঃখ, দুর্দশায়, দুর্ভোগ ও দুর্বিপাকে বিএনপি জনগণের পাশে থেকে সহযোগিতা করছে।
এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ফরহাদ রাব্বানী সুমন, পুরাকান্দুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান সরকার, জেলা ছাত্রদলের সহ সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা আক্কাস আলী, ধোবাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পুরাকান্দুলিয়া ইউনিয়নের বিস্তির্ণ এলাকা পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে রাস্তা ঘাট, বাড়ী ঘর, ফসলের জমি, মৎস্য খামার ডুবে যায় ও ক্ষতিগ্রস্ত হয়। পাহাড়ি ঢলের পানি এবার দীর্ঘ সময় আটকে থাকায় জনজীবন বিপর্যস্ত হয়েছে। বর্তমানে পানি সরতে থাকলেও মানুষের দুর্দশা বেড়েই চলেছে।