গুমের শিকার বিএনপি নেতা সুমনের পরিবারের সাথে রিজভী'র ঈদ শুভেচ্ছা বিনময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০০ এএম, ১০ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ১১:১২ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
গুমের শিকার বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং ঈদের শুভেচ্ছা বিনময় করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রবিবার (১০ জুলাই) দুপুরে গুমের শিকার সুমনের নাখাল পাড়ার বাসায় গিয়ে তার মা, বোন, স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম ও নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী ও ছাত্রদল নেতা ডা. আবদুল আউয়াল ।
এ সময় রিজভী বলেন, গুম খুনের বিচার একদিন হবেই। তিনি বলেন, সরকারের সময় ফুরিয়ে এসেছে। জোর করে নির্যাতন নিপীড়ন চালিয়ে আর ক্ষমতায় থাকা যাবে না। এ সময় তিনি তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।