মিরসরাইয়ে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৭ এএম, ১০ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০৯:৩৩ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
চট্টগ্রামের মিরসরাইয়ে আর্থিক লেনদেনের জের ধরে মো. ইব্রাহিম রাজু (২৮) নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে হামলার এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় দরবার টিলা এলাকার মো. মহিউদ্দিনের ছেলে। তিনি উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
হামলার পর আহত ইব্রাহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উত্তর সোনাপাহাড় দরবার টিলা এলাকার ইউপি সদস্য আশরাফ প্রথম আলোকে বলেন, রাত নয়টার দিকে ইব্রাহিমের পরিচিত কিছু লোকের সঙ্গে দরবার টিলা এলাকায় টাকাপয়সার লেনদন নিয়ে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে ইব্রাহিম গুরুতর আহত হলে একটি ধানখেত থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মধ্যরাতে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
সাবেক এই ছাত্রলীগ নেতা হত্যার বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন বলেন, ‘ইব্রাহিম হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি আমরা। প্রাথমিক তদন্তে জেনেছি, তাঁর এক আত্মীয়ের সঙ্গে অন্য পক্ষের টাকাপয়সা লেনদেন নিয়ে বাগ্বিতণ্ডায় তিনি উপস্থিত হলে তাঁর ওপর হামলা হয়। হামলার পর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এ খুনের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি আমরা।’