বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের জন্য লোহাগড়ায় সেচ্ছাসেবকদলের আয়োজনে ১ লক্ষ টাকা প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৪ পিএম, ৯ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৭:১১ এএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
নড়াইলের লোহাগড়ায় সেচ্ছাসেবকদলের আয়োজনে দেশের বন্যা কবলিত বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্থ্যদের জন্য লোহাগড়া উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নগদ ১ লক্ষ টাকা নড়াইল জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকসহ নেতৃবৃন্দের হাতে তুলে দেন।
আজ শনিবার (৯ জুলাই) সকালে লোহাগড়ার লক্ষীপাশা চৌরাস্থায় একটি হোটেলে এ আর্থিক সহায়তা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক আলি হাসান,সাংগঠনিক সম্পাদক এসএম ফেরদৌস, জেলা কৃষকদলের আহবায়ক নবীর হোসেন, সদস্য সচিব এনামুল কবির চন্দন, নড়াইল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতানুজ্জামান সেলিম, উপজেলা আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আবু হায়াত সাবু, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলাম এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, লোহাগড়া পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম, বিএনপি নেতা বিপ্লব রহমান, সাবেক ভিপি সবুজ মোল্যা, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোল্যা আকিদুল ইসলাম, সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, লোহাগড়া পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদ আলম শিপ্লু, সদস্য সচিব ফিরোজ আলম, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান, বিএনপি নেতা শেখ মোঃ সান্টু, আক্তার হোসেন, সাবেক যুব নেতা সেলিম জাহাঙ্গীর, কালিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুজ্জামান পাপ্পু, নড়াগাতী থানা ছাত্রদলের আহবায়ক সৈয়দ রাকিবুর ইসলাম মিশান, লোহাগড়া পৌর ছাত্রদলের আহবায়ক রিয়াজুল ইসলাম মুন্না প্রমুখ।
পরে বন্যাকবলিত এলাকার মানুষের জন্য লোহাগড়া উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জেলা বিএনপির নেতৃবৃন্দের হাতে নগদ ১ লক্ষ টাকা তুলে দেন ও বন্যা কবলিত এলাকার মানুষের অনুদান দেয়ার জন্য সাধারন মানুষের মাঝে লিফলেট বিতরন করেন।