তারেক রহমান প্রদত্ত ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০২ পিএম, ৯ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৫৬ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
ময়মনসিংহের তারাকান্দায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত উত্তর জেলা বিএনপি’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৯ জুলাই) বিকেলে তারাকান্দা উত্তর বাজারস্থ ঈদগাহ্ প্রাঙ্গণে গরীব-অসহায় মানুষের (নারী-পুরুষ) মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
বিতরণের সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও তারাকান্দা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, ইয়াছিন আলী মেম্বার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, তারাকান্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির, শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন মেম্বার ও স্বেচ্ছাসেবক দলের নেতা আমির হোসেন স্বপন প্রমূখ।