শিনজো আবের মৃত্যুতে তারেক রহমান ও মির্জা ফখরুলের শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৫ পিএম, ৮ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:২৮ এএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
জাপাানের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার (৮ জুলাই) জাপানে দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। তার নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, “জাপানের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে সারা দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। আততায়ীর গুলিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু বিশ্ব শান্তি ও স্থিতিশীলতায় এক বড় ধরনের নাড়া দিয়েছে। এই নিষ্ঠুরতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে দুশ্চিন্তা বিস্তার লাভ করবে। বিনম্র এই মানুষটি ছিলেন ধৈর্যশীল ও গতিশীল রাষ্ট্রনায়ক। পৃথিবী থেকে তার চিরবিদায় গভীর দুঃখ ও বেদনার।
জাপানের রাজনৈতিক ইতিহাসে শিনোজা আবে ছিলেন এক গুরুত্বপূর্ণ সমৃদ্ধ অধ্যায়। প্রধানমন্ত্রী আবে জাপানের অর্থনীতি ও উন্নয়নকে উঁচু স্থানে উন্নীত করেছিলেন। তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন অনেক দিন। বাংলাদেশের জনগণ ও বিএনপি জাপানের এই গভীর সংকটে তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছে। বিএনপির সাথে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনোজা আবের সম্পর্ক ছিল আন্তরিক হৃদ্যতাপূর্ণ।
তিনি জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনোজা আবের আত্মার শান্তি কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। শিনোজা আবেকে নির্মমভাবে হত্যাকারীরা মানবতার শত্রু, আমি এই ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক এক শোকবার্তায় গতকাল শুক্রবার দুর্বৃত্তদের গুলিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনোজা আবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “জাপানের সাবেক প্রধানমন্ত্রীর নিহত হওয়ার ঘটনা ঘৃণ্য ও কাপুরুষোচিত। এই মর্মান্তিক ঘটনায় বিশ^ সম্প্রদায় আতঙ্কিত ও উদ্বিগ্ন হয়েছে। বাংলাদেশের জনগণ ও বিএনপি এই হৃদয়বিদারক ঘটনায় হতবাক ও মর্মাহত। আন্তর্জাতিক সম্প্রদায় একজন বিশ^মানের নেতাকে হারালো। তিনি ছিলেন একজন বর্ষীয়ান, অভিজ্ঞ, প্রাজ্ঞ রাজনীতিবিদ ও সুশাসক।
মনুষ্যত্বহীন এই রক্তক্ষয়ী ঘটনার হোতারা কখনোই মানবতার মিত্র হতে পারে না। শিনোজা আবেকে হত্যাকারীরা কাপুরুষ, আমি এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।”