রাজশাহী বিভাগীয় ত্রাণ কমিটির আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৭ পিএম, ৮ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:৩৮ এএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী বিভাগীয় ত্রাণ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (৮ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ভদ্রা এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ত্রাণ কমিটির আহবায়ক, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ত্রাণ কমিটির সদস্য সচিব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী বিভাগীয় ত্রাণ কমিটির সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সাবেক এমপি জাহান পান্না।
উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপি’র সাবেক দফতর সম্পাদক জালাল উদ্দীন, নাটোর জেলা যুবদলের সভাপতি আব্দুল হাই তালুকদার ডালিম, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল রনি, শাহমখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম শুভ, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন ও বোয়ালিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত হক রিয়াদসহ নেতৃবৃন্দ।
সভার সভাপতি মিজানুর রহমান মিুন বলেন, সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা হয়ে মানুষ মাববেতর জীবনযাপন করলেও সরকারের পক্ষ থেকে তেমন কোন সাহায্য সহযোগিতা দেয়া হয়নি। রাস্তা ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে পড়লেও এখন পর্যন্ত মেরামতের উদ্যোগ নেয়া হয়নি। অথচ তারা নিজেদের ইগো ধরে রাখতে বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে কোটি কোটি টাকা খরচ করে পদ্মা সেতু উদ্বোধন করলেন। অথচ এই পদ্মা সেতুতে ঐ বানভাসী মানুষের টাকাও রয়েছে।
তিনি আরো বলেন, বিএনপি বানভাসী মানুষের পাশে থাকলেও এই অবৈধ সরকারের অবৈধ মন্ত্রীদের চোখে পড়ে না। তারা শুধু ঘরের মধ্যে বসে থেকে মুখে নিজেদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন, আর বিএনপির বিরুদ্ধে কুৎসা করেন। তিনি বলেন, বর্ষা মৌসুম এখনো শেষ হয়নি। আগামীতে রাজশাহী বিভাগ তথা উত্তরবঙ্গে বন্যা হলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়বে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে আগামীর জন্য প্রস্তুত থাকতে সবাইকে পরামর্শ দেন। সেইসাথে ঈদের পরে সরকার পতনের একদফা আন্দোলনে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।