বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালির মিলান শাখার সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৩ এএম, ৭ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:৪১ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিলানো শাখার কমিটি গঠনের লক্ষে ৩ জুলাই স্থানীয় সময় বিকাল ছয় ঘটিকার সময় এক সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়। মিলান শাখা বিএনপির সাবেক সভাপতি হোসেন মোহাম্মদ মনির এর সভাপতিত্বে এবং জুয়েল পাশা ও রবিন শিকদার এর যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক(যুগ্ম-সম্পাদক পদমর্যাদায়) নাসির আহাম্মেদ শাহিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সেলিম হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আসলাম ফকির লিটন।
প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ শাহীন বলেন "দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে "তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের এই স্লোগানকে বাস্তবায়ন করার জন্য স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করবে। প্রধান বক্তার বক্তৃতায় সেলিম হোসেন বলেন গণতন্ত্রের নেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে স্বেচ্ছাসেবকদল যে কোন মুহূর্তে যে কোন পরিস্থিতিতে প্রস্তুত থাকবে।বিশেষ অতিথি মোঃ আসলাম ফকির লিটন বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ইতিহাস থেকে আমরা দেখতে পাই পারিবারি, সামাজিক এবং রাজনৈতিক জীবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সৎ, নির্ভীক, জনদরদি, দূরদৃষ্টি সম্পন্ন রাষ্ট্রনায়ক। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মী শহীদ জিয়ার আদর্শকে নিজেদের জীবনে ধারণ করার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
দেড় শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে উক্ত সভায় আরও বক্তব্য রাখেন, জুয়েল পাশা, আব্দুল কালাম, মীর হোসেন বিপ্লব, মোয়েজ আহমেদ, এজিএম জয়নাল, নুর হোসেন জমির, সজিব কাজী, সোহেল কবিরাজ।
উক্ত সভার সভাপতি হোসেন মোহাম্মদ মনির দেশ ও গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে উক্ত সভার সমাপ্তি ঘোষণা করেন।