সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রজন্মদলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৭ এএম, ৬ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ০২:৪০ এএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
বাংলাদেশ জাতীয় দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রজন্ম দলের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের দিকনির্দেশনায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে বন্যা কবলিত এলাকায় বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গত সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের উদ্যোগে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে দুই'শ শতাধিক অসহায় বন্যার্ত মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
শান্তিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সাধারণ সম্পাদক হেলাল আহমেদের পরিচালনায় ও শান্তিগঞ্জ উপজেলা প্রজন্ম দলের সভাপতি সাদিকুর রহমান জাকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহসিন হাবিব, জাতীয়তাবাদী প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বেপারী, কেন্দ্রীয় কমিটির সহ-মহিলা সম্পাদীকা ও বরগুনা জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদীকা মোছাঃ তহুরা আক্তার মিলি।
উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোঃ নুরুল ইসলাম, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মোঃ শফিকুল ইসলাম, শ্রমিক দলের নেতা মোঃ আরিফ আহমেদ, ছাত্রদল নেতা মোঃ সাব্বির আহমদ, মোঃ দিলোয়ার আহমেদ রাজু, মোঃ ওয়াকিবুর রহমান রনি, সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রোমান আহমদ, মোঃ রাকিদ আলী, স্বেচ্ছাসেবকদলের সদস্য মোহাম্মদ ইয়াহিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবদাল আহমদ, সদস্য মোঃ আলী নেওয়াজ, মোঃ মামুন আহমদ, মোঃ মাসুদ আহমদ রানা, মোঃ তোফায়েল আহমেদ প্রমুখ।