দ্রুততম সময়ে খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করুন : এম এ মালেক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৫ এএম, ৬ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:০১ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা ও মুক্তির দাবীতে দুবাই বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয় দুবাইস্থ আবজার গ্রান্ড হোটেলে।
দুবাই বিএনপির আহবায়ক আলহাজ্ব রফিক আহমেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মুজিবুল হক মঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম,এ মালেক সাহেব বলেন, শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকার লুটেরা সরকার, আল জাজিরা টিভি যার টাইটেল দিয়েছে মাদার অফ মাফিয়া, বাংলাদেশে আইনের শাসন নাই, একদলীয় সরকার চলছে।
তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, যেই দেশে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী'র চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারছেনা সেখানে বাকিদের কি হবে। এই সৈরাচারী সরকারকে সমগ্র বিশ্ব থেকে নিন্দা জানাচ্ছে, র্যাব, পুলিশের উর্ধতন কর্মকর্তাদের স্যাংশন এর মাধ্যমে যা পরিলক্ষিত হয়েছে। এম এ মালেক বলেন আমি দায়িত্ব নিয়ে বলছি বিএনপি ভোটের রাজনীতি তে বিশ্বাসী দল, ভোটে বিএনপি অংশ গ্রহন করবে তবে বিগত দিনের মত তথাকথিত নির্বাচনে না, নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে। এখন আমাদের দেওয়ালে পিট ঠেকে গেছে আর পিছনে যাওয়ার সুযোগ নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান এবং অনতিবিলম্বে দেশনেত্রীর সু চিকিৎসার ব্যবস্থা করার দাবী জানান, তিনি বলেন খালেদা জিয়ার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত না নিলে বরাবরের মতই আমি শেখ হাসিনাকে প্রতিহত করব, এবং তারেক রহমানের টেক বেক বাংলাদেশ ও ফয়সালা হবে রাজপথে র ঘোষণাকে বাস্তবায়নের লক্ষে কাজ করার আহবান জানান তিনি।
আমিরাত বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রত্যেক ইউনিট কমিটি যেভাবে ঐক্যবদ্ধ আছেন তার ভূয়সী প্রসংশা করেন।
হুমায়ুন কবির সুমনের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক ইউএই বিএনপির সভাপতি জাকির হোসেন, বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ইউএই বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, প্রকৌশলী আব্দুর রশিদ, প্রকৌশলী মাহে আলম, আব্দুশ শহিদ, আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, আজমান বিএনপির সভাপতি শাহিনুর শাহিন, রাস আল খাইমা বিএনপি'র সভাপতি নাছের মাহমুদ, শারজাহ বিএনপির সভাপতি করিমুল হক, আবুধাবি বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল বশর, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি মামুন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুনিরুল আলম জনি।
মাওলানা সাহেবের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আজিম উদ্দিন তালুকদার, আরো বক্তব্য রাখেন সামছুন্নাহার স্বপ্না, এস,এম,মোদাচ্ছের শাহ, বাবু নীল রতন, আনোয়ার হোসেন, আনোয়ার হোসাইন (আজমান), সজিব গাজি, সাজিদুর রহমান সাচ্ছু, কিরন, ওবাইদুল হারুন, লোকমান, সেলিম আজাদ মুন্না, ফয়সাল আজম, মুস্তফা চৌধুরী, ভি পি ইলিয়াস, ভিপি হেলাল, নিজাম উদ্দিন সোহেল, শহিদ, জিয়া প্রধানীয়া, আরিফ তালুকদার, জসিম, হানিফ, মুজিবুল হক সহ অনেকেই।