নেত্রকোনায় বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৮ পিএম, ৫ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:৩৩ এএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমান এর নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নেত্রকোনা জেলায় কলমাকান্দা, বারহাট্টা, মোহনগঞ্জ এবং আটপাড়া উপজেলার বিভিন্ন স্থানে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেত্রকোনা জেলা শাখার সভাপতি সোলায়মান হাসান রুবেল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এডঃ খালিদ সাইফুল্লা মুন্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরাজ জামান, সহ-সভাপতি মোঃ আসফ কবির চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জামির হোসেন, সহ-সভাপতি একেএম আবুল কালাম আজাদ, সহ- সভাপতি (ঢাকা বিভাগ) আরিফ হাওলাদার, সহ সভাপতি (ময়মনসিংহ বিভাগ) শহিদুল ইসলাম খসরু, উপদেষ্টা সৈয়দ মাজহারুল ইসলাম সোহাগ, যুগ্ম-সম্পাদক ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ, ঢাকা মহানগর (উত্তর) সভাপতি ফখরুল ইসলাম রবিন, ঢাকা মহানগর (দক্ষিণ) সভাপতি এস এম জিলানী, উপদেষ্টা মাজহারুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক এম জি রাসেল, সহ সাধারন সম্পাদক ড. মফিদুল ইসলাম, সহ- সাধারণ সম্পাদক ইফতেখায়রুজামান শিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান মুন্না, সহ সাংগঠনিক সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, সহ সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, সদস্য ফয়সাল আহমেদ পলাশ, ঢাকা মহানগর দক্ষিনের সহসভাপতি নাসির আহমেদ, গাজীপুর জেলার সিনিঃ সহ-সভাপতি মাসুদুল কবির মোনায়েম, নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি নূরে আলম ফারাস নূরু, সাংগঠনিক সম্পাদক কাউসার হোসেন সহ কেন্দ্রীয় এবং জেলার নেতৃবৃন্দ।