ত্রাণ তহবিলে ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপি'র ৮ লক্ষ ৫১ হাজার ৫ শত টাকা প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৩ এএম, ৫ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:৩৪ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
ময়মনসিংহ দক্ষিণ জেলার অন্তর্গত ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপি বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ৮ লক্ষ ৫১ হাজার ৫ শত টাকা প্রদান করেছে।
আজ মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা.মাহবুবুর রহমান লিটনের নেতৃত্বে ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ঢাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির কেন্দ্রীয় ত্রান ও পূনর্বাসন কমিটির প্রধান ইকবাল হাসান মাহমুদ টুকুর হাতে দলের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে জন্য এই অর্থ সহায়তা প্রদান করেন।
এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম উপস্থিত ছিলেন।