নরসিংদীতে বন্যার্তদের জন্য জেলা বিএনপি’র তহবিল সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৪ পিএম, ৪ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০৪:১৭ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
দেশের বন্যা কবলিত মানুষ অসহায় বন্যার্তদের সহযোগিতায় তহবিল সংগ্রহ করেছে নরসিংদী জেলা বিএনপি।
আজ সোমবার শহরের বিভিন্ন এলাকায় এ অর্থসংগ্রহ করে দলের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র আহবায়ক খায়রুল কবির খোকন, জেলা বিএনপি’র সদস্য সচিব মন্জুর এলাহী, যুগ্ম আহবায়ক আকবর হোসেন, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, আমিনুল হক বাচ্চু, ইলিয়াস ভূঁইয়া সহ বিএনপি’র অন্যান্য নেতাকর্মীরা।
এসময় অর্থসংগ্রহ অনুষ্ঠানে বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র আহবায়ক খায়রুল কবির বলেন, বর্তমান সরকার পদ্ম সেতু উদ্বোধনের জন্য হাজার কোটি টাকা বাজেট রাখলেও বন্যার্তদের জন্য তাদের কোনো মাথা ব্যাথা নেই। তাই বিএনপি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দলের পক্ষ থেকে তহবিল সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে সোমবার বিকেলে শহরের বিভিন্ন শহর ও এলাকায় অর্থসংগ্রহ করি।