দৌলতপুরে যুবদল নেতা সজীবের ফুটবল বিতরণ ও শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০১ পিএম, ৪ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০২:১৭ এএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫
কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হাসনাইন নাহিয়ান সজীব এর উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের ছাত্র ও যুবকদের মাঝে ফুটবল বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করা হয়।
গত শুক্রবার ও শনিবার দৌলতপুরে উপজেলার খাস মথুরাপুর ইউনিয়নে ফুটবল বিতরণ, আদাবাড়িয়া ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় আহত কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য অমি'র সাথে সাক্ষাৎ ও রিফায়েতপুর ইউনিয়নের নেতাকর্মীদের সাথে শুভেছা বিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দৌলতপুরে উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. রমজান আলি, সাবেক উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবিদ হাসান মন্টি সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিদ নেওয়াজ রানা, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান রুমন, ইমরান হোসেন, দৌলতপুর অনার্স কলেজ শাখা ছত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, কুষ্টিয়া পলিটেকনিক ইন্সিটিউট শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম, ছাত্রনেতা অয়ন, স্বাধীন, ইব্রাহীম, হাসানুজ্জাম সাকিব, মিঠন আলী, মভিরুল ইসলাম, মামুন, ফারুখ, প্রমুখ।