ফেনীর ফুলগাজীতে আঃলীগ যুবলীগ দুই দফায় বিএনপি উপর হামলা, আহত ৩০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২২ পিএম, ১ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:৫০ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
জেলাধীন ফুলগাজী উপজেলার দৌলতপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশারফ হোসেনের আগমন সফল করার জন্য ফুলগাজী উপজেলা বিএনপির আয়োজিত প্রস্তুতি সভায় আওয়ামীলীগ ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসী বাহিনী বর্বরোচিত হামলা চালিয়েছে বলে জানান উপজেলা বিএনপির আহবায়ক ভিপি ফখরুল আলম স্বপন।
সদস্য সচিব আবুল হোসেন, যুগ্ম আহবায়ক গোলাম রসুল গলাফ, নরুল হুদ শাহিন, যুগ্ম আহ্বায়ক ফুলগাজী উপজেলা যুবদল আকবর হোসেন, সদস্য ফুলগাজী উপজেলা যুবদল মোহাম্মদ দিদার, সদস্য ফুলগাজী উপজেলা যুবদল শিমুল, সদস্য ফুলগাজী উপজেলা যুবদল রবিউল হক বাবু, সভাপতি ফুলগাজী সদর ইউনিয়ন ছাত্রদল রতন মুক্তর। এছাড়াও ফুলগাজী উপজেলা যুবদলসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মী কে মারাত্মক ভাবে আহত করে।
চিকিৎসা নিতে নেতাকর্মীরা উপজেলা হাসপাতালে যাওয়ার পর চিকিৎসাধীন নেতাকর্মীদের উপর পুনরায় হামলা চালিয়ে নেতাকর্মীদের স্বজন সহ আরও প্রায় ৩০ জন কে মারাত্মক ভাবে আহত করে হাসপাতালের আসবাবপত্র ভাংচুর করে।