কামারখন্দে বন্যার্ত মানুষের সাহাযার্থে অর্থ সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন রুমানা মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৬ পিএম, ১ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:০৫ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সিলেট, সুনামগঞ্জ, রংপুরসহ সারাদেশের বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির ত্রাণ কমিটির আহবায়ক সাবেক জাতীয় সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ কামারখন্দ উপজেলায় বিএনপির নেতাকর্মী ও জনসাধারণের নিকট থেকে অর্থ সংগ্রহ কার্যক্রম শুরু করেন।
আজ শুক্রবার দুপুরের দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে অর্থ সংগ্রহ করা উদ্বোধন করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় বিএনপির দেশব্যাপী বন্যার্ত মানুষের অর্থ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সিরাজগঞ্জ কামারখন্দে অর্থ সংগ্রহ শুরু হয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির ত্রাণ কমিটির আহবায়ক রুমানা মাহমুদ জানান, আমাদের সবারই উচিত অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়ানো। বন্যার্ত মানুষের পাশে থেকে অর্থ ও সার্বিক সহযোগিতা করা আমাদের দায়িত্ব ও ঈমানি কাজ। জনগণ ও দলীয় নেতাকর্মীদের নিকট থেকে সংগৃহিত অর্থ সিলেট সুনামগঞ্জ সহ সারাদেশে বন্যার্ত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণের জন্য বিএনপির কেন্দ্রীয় ত্রান তহবিলে জমা দেওয়া হবে।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, আজিজুর রহমান দুলাল, কামারখন্দ উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান সহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।