বোয়ালমারীতে খালেদা জিয়ার রোগ ও কারা মুক্তি কামনায় দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৫ পিএম, ৩০ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:১৮ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ ও কারা মুক্তি কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব সিদ্দিকুর রহমানের ছোলনা গ্রামস্থ বাস ভবনে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য, ফরিদপুর -১ আসনের সাবেক সাংসদ শাহ মোঃ আবু জাফর।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শেখ আফছার উদ্দীন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্যদেন উপজেলা বিএনপির সহ সভাপতি আঃ সবুর মিয়া,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকরাম হোসেন, কৃষক দল নেতা মোঃ গোলাম কুদ্দুস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন চৌধুরী, যুবদল নেতা মাহবুবুর রশিদ হেলাল, মিনহাজুর রহমান লিপন, রোকনুজ্জামান বকুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক শেখ আনিসুজ্জামান তপু ও পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মাহফুজ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শেষাংশে বেগম জিয়ার রোগ ও কারা মুক্তির জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মুন্সী সিরাজুল ইসলাম।