সিরাজগঞ্জ যুবদলের ত্রান কমিটির সভায় সাবেক এমপি রুমানা মাহমুদ
সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা সহ সারাদেশের বানভাসিদের পাশে আছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৮ পিএম, ৩০ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:১৬ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
কেন্দ্রীয় মহিলা দলের উপদেষ্টা পরিষদের সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও জেলা ত্রাণ কমিটির আহবায়ক সাবেক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ বলছেন, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা সহ সারাদেশের বানভাসি অসহায় মানুষদের সীমাহীন দুঃখ-দুর্দশা লাঘব করার জন্য তাদের পাশে দাঁড়িয়ে বিএনপির পাশাপাশি যুবদলের নেতাকর্মীরা আত্মমানবতার যে মহৎকর্ম করে যাচ্ছে তা অব্যাহত রাখতে হবে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার সময় সিরাজগঞ্জের ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা যুবদলের ত্রাণ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা যুবদলের ত্রান কমিটির সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ত্রাণ কমিটির সদস্য সচিব মোঃ সাইদুর রহমান বাচ্চু বলেন সিলেট সুনামগঞ্জে শতাব্দীর ভয়াবহ বন্যায় বন্যার্তদের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও বিএনপির জাতীয় ত্রান কমিটির আহবায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু দিকনির্দেশায় পেয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি ত্রাণ কমিটি গঠন করে দলীয় নেতাকর্মী সহ জনগণের কাছে অর্থ সংগ্রহর কার্যক্রম শুরু করা হয়। ইতিমধ্যেই জেলা বিএনপির ত্রাণ তহবিলে অর্থ দিতে বিপুল সাড়া পাওয়া গেছে এবং প্রতিদিনই জেলাব্যাপী বিএনপির সকল ইউনিট ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে জেলা বিএনপির ত্রাণ তহবিলে নগদ অর্থ জমা দিচ্ছে। ত্রাণ তহবিল সংগৃহীত অর্থ বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে জমা দেয়া হবে।
সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামানের পরিচালনায় সভায় বক্তব্য রাখনে জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ আলামিন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আলীম, পৌর যুবদলের সদস্য সচিব আলামিন পরামানিক সহ বিভিন্ন উপজেলা, পৌর ও থানা যুবদলের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ত্রাণ কমিটির মিডিয়া সেলের আহবায়ক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ সুইট, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ দপ্তর সম্পাদক মিডিয়া সেলের সদস্য মোঃ এনামুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিডিয়া সেলের সদস্য দুলাল উদ্দিন আহমেদ, সহ প্রচার সম্পাদক মিডিয়া সেলের সদস্য রেজাউল ইসলাম খান।
সিরাজগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু জানান, ইতিমধ্যেই কেন্দ্রীয় যুবদলের ত্রান তহবিলে সিরাজগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে নগদ অর্থ জমা দেওয়া হয়েছে। এ ছাড়া সিরাজগঞ্জ জেলা বিএনপির ত্রাণ তহবিলে জেলা যুবদলের পক্ষ থেকে দুই লক্ষাধীক নগদ অর্থ প্রদান করা হবে।