তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারী লুটেরা সরকারের পতন হবে : এমরান সালেহ প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৩ পিএম, ৩০ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:৩৮ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারী লুটেরা সরকারের পতন হবে।
আজ বৃহস্পতিবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বিএনপির উদ্যোগে বন্যার্তমানুষের জন্য ত্রাণ সংগ্রহ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ দলের কেন্দ্রীয় ত্রাণ তহবিলের জন্য নগদ অর্থ ও চাল,ডাল,চিড়া,মুড়িসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী প্রদান করেন। ত্রান সংগ্রহকালে এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণের সরকার নয় বলে,জনগণের দূঃখ দূর্দশায় তারা পাশে নাই। তারা আছে দূর্নীতি, লুটপাট আর উৎসব আয়োজনে। বন্যাদুর্গত মানুষ ত্রাণ ভিক্ষা চায় না, দেশের মালিকানার হিস্যা চায়। বন্যাদুর্গত এলাকায় ত্রান নাই।সংসদে বন্যার ভয়াবহতা, ত্রাণের জন্য আহাজারি, নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি, জনদূর্ভোগ নিয়ে আলোচনা করতে দেয়া হয় না, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কটুক্তি, সরকারের স্তুতি,আত্ম অহমিকা নিয়ে গান কবিতা হয়। জনগণের দল বিএনপি সরকারের দমন নিপিড়ন উপেক্ষা করে দুঃখ-দুর্দশায় জনগণের পাশে ছিল এবং এখনও আছে। বিএনপি দূর্দশাগ্রস্ত মানুষকে সাধ্যমত মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন নেতাকর্মী, ও আগ্রহী জনগণের কাছ থেকে সহায়তা নিয়ে দূর্গত মানুষের কাছে তা পৌছে দিচ্ছে। তিনি বলেন,দুঃশাসন,দুর্যোগ, দূর্ভোগ,দূর্বিপাকে, বিএনপি থাকে জনগণের পাশে।
তিনি আজ সকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা এরপর তিনি ধোবাউড়া উপজেলায় পাহাড়ি ঢলে প্লাবিত কয়েকটি এলাকা পরিদর্শন করেন এবং পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ সংগ্রহ ও বিতরণকালে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ধোবাউড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক জি এম আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক আজহারুল হক, আবুল হাশিম, খলিলুর রহমান, হাবিবুর রহমান হাবিব, সোলায়মান সরকার, ওয়াহেদ তালুকদার, যুগ্ম সম্পাদক আবদুল কুদ্দুস, বিএনপি নেতা গাজিউর রহমান, জুয়েল খান, আবদুল মতিন, রফিকুল ইসলাম, আবদুস শহিদ, মাহমুদুল হাসান সোহাগ, মমতাজ হোসেন, আবু তাহের, সিরাজুল সরকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ সভাপতি আবুল কাশেম ডলার, যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য সিরাজুল ইসলাম, নয়ন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও ধোবাউড়া উপজেলা আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব কামরুল হাসান সুমন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন, সদস্য সচিব আমিনুল হক পলাশ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সারোয়ার হোসেন, তাঁতী দলের সদস্য সচিব হাসান শাহ্ পুরাকান্দুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা আলী হোসেন, শ্রমিক দল নেতা ওবায়দুল ফকির প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।