পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩১ পিএম, ৩০ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:৪২ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
দীর্ঘ ৬ বছর পর খুলনার পাইকগাছা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যো উৎসবের আমেজ পরিলক্ষিত হয়েছে।
গতকাল বুধবার (২৯ জুন) দিনব্যাপী পুরাতন পরিবহন কাউন্টার চত্তরে এ সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক ডা আব্দুল মজিদের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবু হোসেন বাবু।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি, জেলা যুবদলের সভাপতি শামিম কবির, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তৈয়বুর রহমান।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পাইকগাছা প্রেস ক্লাবে দুপুর সাড়ে ১২ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদে গোপন ভোট অনুষ্ঠিত হয়। ৭১০ ভোটের মধ্যে ৬৩০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি ডাঃ আব্দুল মজিদ ৫৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে এস এম এনামুল হক ৩২৪ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আবুল হোসেন ৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আসলাম পারভেজ ও যুগ্ন সাধারণ সম্পাদক পদে তুষার কান্তি মন্ডল।