এডওয়ার্ড কলেজে জাসাসের কর্মী বৈঠক ও বন্দে আলী মিয়ার প্রয়াণ দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৪ পিএম, ৩০ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:১০ এএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫
পাবনায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস সরকারী এডওয়ার্ড কলেজ শাখার উদ্যােগে কর্মী বৈঠক ও কবি বন্দে আলী মিয়ার প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুন) সকালে এডওয়ার্ড কলেজ প্রাঙ্গনে জাসাস এডওয়ার্ড কলেজ শাখার তৌফিকুর রহমান তোহার সভাপতিত্বে ও কে.এম.আতিক হাসানের সঞ্চালনায় আলোচনা সভা ও কর্মী বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস পাবনা জেলার আহবায়ক খালেদ হোসেন পরাগ।
আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জাসাস নেতা সাংবাদিক এস এম আদনান উদ্দিন। এ সময় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন সরকারি এডওয়ার্ড কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শামীম হাসান ও অর্থনীতি বিভাগের শেখ সাকিব।
এ সময় প্রধান অতিথি খালেদ হোসেন পরাগ বলেন, জাতীয়তাবাদ আদর্শে অনুপ্রাণিত যারা শুধুমাত্র তারাই গুণিদের স্মরণ করে। এডওয়ার্ড কলেজের সৃজনশীল মনোভাবী শিক্ষার্থীরা যারা জাসাসের সাথে সম্পৃক্ত যারা আত্মউন্নয়ন ও সামাজিক কাজ করে তারা আজ সব্যসাচী কবি বন্দে আলী মিয়াকে স্মরণ করেছে। জাসাস পাবনার সকল ইউনিট জেলায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রাখা ব্যাক্তিদের স্মরণ করবে এমন আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় প্রধান বক্তা সাংবাদিক এস এম আদনান উদ্দিন বলেন, কবি বন্দে আলী মিয়া ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রশিল্পী। উপমহাদেশখ্যাত কবি বন্দে আলী মিয়ার বই সংখ্যা ছিল একশোর অধিক। তিনি পল্লীপ্রকৃতি, শিশুতোষ, নাটক ও ইসলামিক গান রচনা করতেন। তিনি কবি কর্পোরেশন স্কুলে দীর্ঘ ১৬ বছর শিক্ষকতা করেছেন। পরবর্তীতে তিনি দেশে ফিরে ছবি এঁকে জীবিকা নির্বাহ করতেন। রাজশাহী বেতারে স্ক্রিপ্ট এডিটর পদে চাকুরী করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে চোরজামাই, ময়নামতির চর ও অরণ্য। তার দুটি চরণ ছিলো জননন্দিত।
তিনি বলেছেন, আমার সাহিত্য কর্মের যদি সত্যিকার মূল্য না থাকে তবে তোমরা যদি তা সোনা দিয়ে মুড়িয়ে দাও তবু তার মূল্য হবে না। আর যদি আমার সাহিত্যের মূল্য থাকে তবে তোমরা হাজারবার উপেক্ষা-অবহেলা করলেও একদিন তার মূল্য হবে। কারণ সত্যিকার মূল্যায়ন যাচাই করবে মহাকাল।
আলোচনা সভা ও কর্মী বৈঠক শেষে কবি বন্দে আলী মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন এডওয়ার্ড কলেজ জাসাসের কে.এম.আতিক হাসান।