ফের করোনায় আক্রান্ত বিএনপি নেতা আলাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৭ পিএম, ২৯ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ১২:৪৩ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে গত ১২ জুন চিকিৎসার জন্য ভারতে যেতে চাইলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে বিএনপি নেতা আলালকে ফেরত পাঠিয়ে দেয়া হয় বলে অভিযোগ করা হয়। পরে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশ গমনে বাধা না দেয়ার জন্য সরকার ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।