মহাদেবপুরে বিএনপির আয়োজনে ১০ টি ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৯ পিএম, ২৯ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:১৯ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
আগামী আন্দোলন সংগ্রামের জন্য দলকে প্রস্তুত করা এবং সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে মহাদেবপুর উপজেলা বিএনপির আয়োজনে ১০ টি ইউনিয়নে বর্ধিত সভার অংশ হিসাবে আজ বুধবার হাতুড় ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, সেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম হান্নান, যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান ও ছাত্রদলের আহবায়ক শাকিল আহম্মেদ সহ ইউনিয়ন এবং ওয়ার্ড নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর মাষ্টার।