সিলেটসহ সারাদেশের বন্যার্ত মানুষের সাহায্যার্থে সিরাজগঞ্জ জেলা বিএনপির অর্থ সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪২ পিএম, ২৯ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:৫২ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা সহ সারাদেশের বন্যার্ত মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের লক্ষ্যে আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির ত্রাণ কমিটির আহবায়ক সাবেক জাতীয় সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদের নেতৃত্বে শহরে পথে পথে ঘুরে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছেন জেলা বিএনপির ত্রাণ কমিটির নেতাকর্মীরা।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ত্রাণ কমিটির সদস্য সচিব সাইদুর রহমান বাচ্চু জানান, জনগণ ও দলীয় নেতাকর্মীদের নিকট থেকে সংগৃহিত অর্থ সিলেট সুনামগঞ্জ সহ সারাদেশে বন্যার্ত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণের জন্য বিএনপির কেন্দ্রীয় ত্রান তহবিলে জমা দেওয়া হবে।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণদাস, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রনজন, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, মুনসি জাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, সাব্বির হোসেন ভুঁইয়া সাফি, দপ্তর সম্পাদক তানভির মাহমুদ পলাশ, সহ প্রচার সম্পাদক রেজাউল ইসলাম খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা এলেনা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদিকা সালমা খাতুন, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাংগঠনিক সম্পাদক মিলন হক রন্জু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান হাবিব উজ্জল, সদস্য সচিব রুবেল আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেন সহ আরও অনেকে।