গাজীপুরে খালেদা জিয়া ও মির্জা ফখরুলের সুস্থতা কামনায় দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৭ পিএম, ২৯ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:২৪ পিএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
প্রথম নারী মুক্তিযোদ্ধা, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনায় বিশেষ দোয়া মাহফিল করেছে গাজীপুর মহানগর বিএনপি।
আজ বুধবার (২৯ জুন) সকালে নগরীর রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মো. সালাহ উদ্দিন সরকার।
বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শওকত হোসেন সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি জয়নাল আবেদীন তালুকদার।
উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক সিনিয়র সহ সভাপতি মীর হালিমুজ্জামান ননী, আহমেদ আলী রুশদী, গাসিক কাউন্সিলর আব্দুল হান্নান মিয়া হান্নু, জিএস সুরুজ আহমেদ, সাংবাদিক দেলোয়ার হোসেন, মোঃ জয়নাল আবেদিন তালুকদার, মো. সরাফত হোসেন, রবিউল ইসলাম রবি, আ,ফ,ম,মোফাজ্জল হোসেন, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সাজ্জাদুর রহমান মামুন, মনির হোসেন বকুল, ইঞ্জিনিয়ার ইদ্রিস খান, জাহাঙ্গীর হাজারী, আনোয়ারা বেগম, সদ্য কারামুক্ত শওকত বাবু, বাপ্পি দে, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম ভাট, যুবদল নেতা ভিপি আসাদুজ্জামান নূর, নাজমুল খন্দকার সুমন, গাজীপুর মহানগর সেচ্ছাসেবকদল সভাপতি মোঃ আরিফ হাওলাদার, মোঃ সরাফত হোসেন, মহানগর ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা গোলাম মোস্তফা, মোঃ রাসেদুল ইসলাম কিরন, আব্দুল আউয়ালসহ নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।