বিনা ভোটের সরকার পদ্মা সেতুর টয়লেট বানানোর টাকাও বন্যায় বরাদ্দ দেয়নি : আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৪ পিএম, ২৬ জুন,রবিবার,২০২২ | আপডেট: ০৭:১৪ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিনা ভোটের আওয়ামী লীগ সরকার পদ্মা সেতুর টয়লেট বানানোর টাকাও বন্যায় বরাদ্দ দেয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ রবিবার দুপুরে বন্যা কবলিত সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সিলেট জেলাসহ কয়েকটি জেলায় বন্যা আক্রান্ত হয়ে মানুষ মানবেতর জীবনযাপন করছে। আর বিনা ভোটের সরকার দু কোটি টাকা খরচ করে পদ্মা সেতুর উদ্বোধন করেন। আ’লীগের সরকারের নেতারা লুটপাটে ব্যস্ত, বিদেশে টাকা পাচারে ব্যস্ত।
তিনি আরো বলেন, জোর করে বসলেই মালিক হওয়া যায় না। বাংলাদেশের মালিক এই দেশের জনগণ। মালিকানা ফিরে পেতে হলে সবাইকে সজাগ হতে হবে। তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান আগামীতে যে সংগ্রামের নির্দেশে দিবেন, সেই সংগ্রামে আপনারা ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষা ও এদেশের মানুষের অধিকার আদায়ে অংশ গ্রহণ করবেন।
সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হকের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আলহাজ খলিলুর রহমান ভিপি ইব্রাহিম, মামুনুর রশিদ খান, সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কৃষকদলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন এমপি, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, সহ-সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিল্কী, প্রচার সম্পাদক অধ্যাপক শামছুর রহমান শামস, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরজাদুল আরিস ডল প্রমুখ।