সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৬ পিএম, ২৬ জুন,রবিবার,২০২২ | আপডেট: ০১:১৮ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে মরহুম ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারের বাস ভবন প্রাঙ্গনে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএনপির নেতাকর্মীরা সম্মেলনের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য ফাতেহা পাঠ ও মোনাজাতে শরিক হন। সাতপোয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম। সাতপোয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আলাল তরফদারের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ আজিম উদ্দিন আহমেদ। আঃ কাদের মন্টু ম্যাম্বারএর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক আঃ আওয়াল, জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, গোলাম রব্বানী লেকু, উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুত, সদস্য সচিব সোলাইমান কবীর চপল প্রমূখ। সম্মেলনে সাতপোয়া ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।