ধামরাইয়ে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় পৌর যুবদলের উদ্যোগে দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩২ পিএম, ২৫ জুন,শনিবার,২০২২ | আপডেট: ১২:৪১ এএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ধামরাই পৌর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে ধামরাই পৌর শহরের তালতলা মহল্লায় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদের নির্দেশে পৌর যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও দেশ নায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক আহমেদ ফারুক, ঢাকা জেলা যুবদলের যুগ্ন সৈয়দ নাঈম, মোবারক হোসেন, ধামরাই উপজেলার কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শিশির ফেরদৌস প্রমুখ।
দোয়া মাহফিল ও কোরআন খতম শেষে সবার মাঝে তোবারক বিতরন করা হয়।