ঝিনাইদহে বিএনপি নেতা আবু বকরের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৯ পিএম, ২৫ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৪:০২ এএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
ঝিনাইদহ সদর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকীর ১৫তম মৃত্যুবার্ষিকী শনিবার বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়। এ উপলক্ষে দলীয় ও পারিবারিক ভাবে বিস্তারিত কর্মসুচি গ্রহন করা হয়।
আজ শনিবার (২৫ জুন) যোহর বাদ ঝিনাইদহ পৌর গোরস্থানে মরহুমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান করেন ঝিনাইদহ জেলা বিএনপি।
এরপর প্রয়াত নেতার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম.এ মজিদ। তিনি তার পরিবারের খোঁজ খবর নেন।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুৃল মালেক, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মোঃ কামাল আজাদ পান্নু, জেলা কৃষকদলের আহবায়ক মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাজেদুর রহমান পপপু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, এম শাহাজান আলী, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাডঃ শামসুজ্জামান লাকী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান শেখর, পৌর বিএনপির সিনিয়র য্গ্মু সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খাঁন মিঠু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ জিয়াউল হক ফিরোজ ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান ইপিয়ার উপস্থিত ছিলেন। পারিবারিক ভাবে মরহুমের রুহের মাগফেরাত কামনায় নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য ২০০৭ সালের ২৫ জুন সন্ধ্যা রাতে বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মুক্তিযোদ্ধা আবু বকরকে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়ে ব্যাপারীপাড়াস্থ নিজ বাসার পাশেই হত্যা করে।
এদিকে তদন্তকারী পুলিশ কর্মকর্তার গাফলতি ও অর্থ বানিজ্যের কারণে ঘাতকরা এই মামলা থেকে রেহাই পেয়ে যাওয়ায় ১৫ বছরেও সিদ্দিকের পরিবার ন্যায় বিচার পান নি বলে নিহত’র স্ত্রী সাজেদা খাতুন অভিযোগ করেন। পুলিশ বাদী হয়ে মামলাটি করলেও তার ছিল ত্রুটিপূর্ণ এবং তদন্তে অবহেলার কারণে আসামীরা লাভবান হয় বলে বিএনপি নেতা আবু বকরের ছেলে মোঃ জহির উদ্দীন শিমুল অভিযোগ করেন।