সিরাজগঞ্জে জিয়া পরিষদের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪০ পিএম, ২৫ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৪:২১ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় সিরাজগঞ্জ জেলা জিয়া পরিষদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৪ জুন) বাদ মাগরিব শহরের পাঁচ রাস্তা জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, জেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক আবু হাসিম তালুকদার। দোয়া পরিচালনা করেন, পাঁচ রাস্তা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ মাহমুদুল হাসান।
এ সময় উপস্হিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, মিলন ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, সহ-প্রচার সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খান, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ, জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি আলামিন খান, জেলা জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক কুদরত ই এলাহি শিশির, ওয়াজেদ আলী, আল মাহমুদ, এনামুল হক, সোহরাব আলী, মোঃ আব্দুস সামাদ সহ বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনসহ জিয়া পরিষদের বিপুল সংখ্যক নেতা কর্মী।