ছাত্রদল নেতা রাজু ও রাজনের মাতার মৃত্যুতে রাজশাহী মহানগর ছাত্রদলের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৮ পিএম, ২৪ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:০৬ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাজু ও বোয়ালিয়া থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান রাজনের মাতা মোসাঃ মমতাজ পারুল বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শুক্রবার দুপুর আনুমানিক ১২.৩০ মিনিটে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ছাত্রদল নেতা রাজু ও রাজনের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ সহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি মোঃ আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, সিনিয়র সহ-সভাপতি মুর্তূজা ফামিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ সহ রাজশাহী মহানগর ছাত্রদল, মহানগর ছাত্রদলের আওতাধীন সকল থানা, শিক্ষা প্রতিষ্ঠান, ওয়ার্ড ছাত্রদলের সর্বস্তরের নেতা-কর্মী বৃন্দ।
রাজশাহী মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।