বিএনপির ত্রাণ ফান্ডে ইউট্যাবের অর্থ সহায়তা প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩২ পিএম, ২৪ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:৫৮ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সিলেট, সুনামগঞ্জসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় উজানের ঢল ও লাগাতার ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিএনপি কর্তৃক গঠিত জাতীয় ত্রাণ ফান্ডে আর্থিক সহায়তা দিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
এ উপলক্ষ্যে আজ শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ইউট্যাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় অনুষ্ঠান হয়। পরে ইউট্যাব কর্তৃক ত্রাণের জন্য সংগৃহীত অর্থ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় ত্রাণ কমিটির আহ্বায়ক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর হাতে তুলে দেন ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোঃ মোর্শেদ হাসান খান।
এসময় ইউট্যাবের সহ-সভাপতি অধ্যাপক ড. মোঃ লুৎফর রহমান, অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন, অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আবুল কালাম সরকার, যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. মোঃ আবু জাফর খান, অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী ও ড. এ বি এম সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।