সোনারগাঁওয়ে বিএনপির সভাপতির ভাইকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৪ পিএম, ২৪ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:২৯ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও বারদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আজগর চেয়ারম্যানের ছোট ভাই জাফর আলীকে (৭০)কুপিয়ে মারাত্নক আহত করেছে সন্ত্রাসীরা। আহত জাফরকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আজ শুক্রবার কাকাইমোড়া এলাকায় এঘটনা ঘটে।
জাফর আলীর ছেলে জিয়াউল হক জানান, উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া তার বাড়ী থেকে শান্তিবাজার তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে আড়াইহাজার উপজেলার খাককান্দা ও সোনারগাঁও উপজেলার বারদী এই দুই ইউনিয়ন সিমান্ত কাকাইলমোড় এলাকায় আসা মাত্র আগে থেকে ও তৎপেতে থাকা গোয়ালপাড়া গ্রামের আনিসের ছেলে জহির ও আড়াইহাজার উপজেলার বাড়িপাড়া গ্রামের আ: হকের ছেলে ইউসুফ ছুড়ি ও চাপাতি নিয়ে তার বাবা জাফরের উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। এ সময় তার চিৎকারে লোকজন বেরিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে মারাত্মক আহত তার বাবাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত জাফর আলী জানান, সকাল সাড়ে ৭টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে কাকাইমোড়া এলাকায় আসলে জহির ও ইউসুফ তাকে কুপাতে থেকে আর বলে তোকে মারার জন্য উপর মহলের নির্দেশ দিয়েছে তোকে মেরে ফেলবো।