বন্যাদুর্গত মানুষের সাহায্যে বিএনপি নেতাকর্মীরাই সর্বপ্রথম এগিয়ে এসেছে : আবদুস সালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৫ পিএম, ২৩ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:৫২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
সরকার জনবান্ধব নয় বিধায় মানুষের দূর্ভোগ, দুর্গতিতে পাশে থাকে না। জনগণের দল হিসাবে বন্যা দুর্গত মানুষের সাহায্যে বিএনপি'র নেতাকর্মীরাই সর্বপ্রথম এগিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন অতীতেও সকল দুর্যোগে বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে। এবারো তার ব্যত্যয় ঘটবে না। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অতীত ত্রাণ তৎপরতাকে স্বরণে রেখেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে দুর্গত মানুষের সাহয্যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আজ বৃহস্পতিবার নয়াপল্টস্থ মহানগর বিএনপি'র কার্যালয়ে মহানগর দক্ষিণ বিএনপি'র এক জরুরী সভায় সভাপতির বক্তব্য দানকালে এসব কথা বলেন।
তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, যে দলটি তাদের নিজ দলের প্রতিষ্ঠাদেরই প্রাপ্য সম্মান দিতে জানে না, তারা অন্য মানুষকে সম্মান দিবে কিভাবে? দেশবরেণ্য ব্যক্তিত্বদের নিয়ে আজে-বাজে কথা বলে তাদের সম্মান হানির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের প্রয়োজনে জীবন বাজী রেখে যুদ্ধ করেছেন, দুর্যোগে পাশে দাঁড়িয়েছেন। তার আদর্শিক উত্তরসূরী বিএনপি'র নেতাকর্মীও একইভাবে আজ বন্যাদুর্গতদের পাশে দাঁড়াবে সর্বস্ব উজাড় করে দিয়ে।
সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের তত্ত্বাবধানে সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আহবায়ক করে এবং নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশারেফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, সিরাজুল ইসলাম সিরাজ, হারুন-উর রশীদ হারুন, তানভীর আহমেদ রবিন, লিটন মাহমুদ, এসকে সিকান্দার, মনির হোসেন চেয়ারম্যান সহ আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে সদস্য করে একটি ত্রাণ কার্যক্রম পরিচালনা কমিটি গঠন করা হয়।