শামসুদ্দিন আহমেদ ও জুবাইদা কামাল এর মৃত্যুতে ইউট্যাবের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৯ পিএম, ২৩ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৩৩ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের পিতা ও পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের মাতা জুবাইদা কামাল এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
আজ বৃহস্পতিবার ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো: মোর্শেদ হাসান খান এক শোকবার্তায় বলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের পিতা শামসুদ্দিন আহমেদের মৃত্যুতে তার পরিবারবর্গের ন্যায় আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মরহুম শামসুদ্দিন আহমেদ তার কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একজন রাজনীতিবিদ সন্তানের পিতা হিসেবে তার কর্তব্য ও ভূমিকা স্থানীয় জনসাধারণ ও পরিচিতজনদেরকে অনুপ্রাণিত করতো। এছাড়াও নিজ এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আমরা মরহুম শামসুদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেইসাথে মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন মরহুমকে বেশেত নসিব করেন।
এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর মমতাময়ী মাতা জুবাইদা কামালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ইউট্যাবের প্রেসিডেন্ট ও মহাসচিব অপর এক শোকবার্তায় বলেন, জুবাইদা কামালের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত হয়েছি। একজন আদর্শস্থানীয় মাতা হিসেবে তিনি মেধা ও শ্রম দিয়ে তার সকল সন্তানদের সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলেছেন। ধর্মপ্রাণ নারী হিসেবেও তিনি সকলের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। দুঃখী ও অসহায় মানুষকে সাহায্য করতেও তিনি ছিলেন উদারহস্ত। মাতা হিসেবে তিনি যে আদর্শ ও দৃষ্টান্ত রেখে গেছেন সেটি তার সন্তানদেরকে চিরদিন অনুপ্রাণিত করবে। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুমাকে বেশেত নসিব ও শোকাহত পরিবারকে শোক সইবার ক্ষমতা দেন। আমরা মরহুমা জুবাইদা কামালের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।