সভাপতি হয়েই সাংবাদিক ও তার পিতাকে পেটালেন আ'লীগ নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৩ পিএম, ২৩ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:৫১ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেয়েই স্থানীয় এক সাংবাদিক ও তার বাবাকে পিটিয়ে আহত করেছেন সোহরাব আলী মণ্ডল।
পদ পাওয়ার দুই দিনের মাথায় গতকাল বুধবার রাতে এই হামলা চালান তিনি।
আহতরা হলেন রাজশাহীর স্থানীয় দৈনিক সানশাইন’র অনলাইন বিভাগের সম্পাদক আসাদুল্লাহ গালিব ও তার বাবা হেলাল উদ্দিন তালুকদার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হামলায় আহত আসাদুল্লাহ গালিব রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক। তার বাবা হেলাল উদ্দিন একজন প্রবীণ আওয়ামী লীগ নেতা। তিনি দীর্ঘ ১৩ বছর পারিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
আহত সাংবাদিক আসাদুল্লাহ গালিব বলেন, ‘সোহরাব আলীর বিভিন্ন কুকীর্তি নিয়ে আমি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায় তিনি ক্ষুদ্ধ ছিলেন। তাই সভাপতি হওয়ার তৃতীয় দিনেই আমাদের ওপর হামলা করে সেই প্রতিশোধ নিলেন। হামলায় সরাসরি অংশ নিয়েছে সোহরাবের ভাই কামরুল, আসাদুল, ছেলে সৌমিকসহ তার অনুসারীরা।’
তিনি আরও বলেন, ‘হামলার আগে আসাদুল ও সম্রাট তাকে টেনে-হিঁচড়ে পারিলা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে নিয়ে যায়। আগে থেকে সোহরাব সেখানে অবস্থান করছিলেন। আওয়ামী লীগ অফিসের ভিতরেই আমাকে মারধর করেন। খবর পেয়ে আমার বাবা আমাকে বাঁচাতে গেলে তার ওপরেও হামলা করা হয়েছে।
এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সোহরাব আলী ফোন ধরেননি।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। থানায় অভিযোগ কিংবা মামলা হলে গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনীল কুমার সরকার বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে কাউকে মেরে থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’