বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের পিতা'র ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৯ পিএম, ২৩ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:৫২ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম-এর শ্রদ্ধাভাজন পিতা ও ব্যারিস্টার মেহনাজ মান্নান-এর শ্বশুর সাবেক পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল শামসুদ্দিন আহমেদ আজ ২৩ জুন বৃহস্পতিবার ভোর বেলা ৭৬ বছর বয়সে বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে ইন্তেকাল করেন। "ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"।
মৃত্যু কালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৩ জুন) বাদ মাগরিব ধানমন্ডি ঈদগাহ মসজিদে মরহুম-এর নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
নামাজের জানাজা শেষে ঢাকা আজিমপুর করব স্থানে দাফন করা হবে।
ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম-এর পিতা ও ব্যারিস্টার মেহনাজ মান্নান-এর শ্বশুর প্রকৌশল শামসুদ্দিন আহমেদ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, প্রকৌশল শামসুদ্দিন আহমেদ মৃত্যুতে আমি গভীরভাবে সমব্যথী। তিনি এলাকাবাসীর কাছে শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব এবং শোকার্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।