দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান মালেকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৪ পিএম, ২২ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:০৬ এএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে জুলুম নির্যাতন ও গুম করছে বর্তমান সরকার, তাই গনতন্ত্রকে ফিরিয়ে আনতে অচিরেই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলকে আরো সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক।
সংক্ষিপ্ত সফরে কাতারে আসলে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজুর নেতৃত্বে শতাধিক নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি।
এ সময় উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের সহ সভাপতি ইসমাইল মনসুর, হাবিবুর রহমান, ইউসুফ শিকদার, আব্বাস উদ্দিন, মহি উদ্দিন কাজল, মোহাম্মদ আলী, আইনুল করিম মজুমদার বাবু, আমিনুল ইসলাম, আব্দুর রহিম, সাইন উদ্দিন রুহেল, ইয়াকুব খান, ফনি ভুষন দাস, শাহাদাত হোসেন, মামুন খান, জাকারিয়া আহমদ চৌধুরী, মোহাম্মদ হারুন আহমদ, নাজমুল ইসলাম সহ বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।