দ্রুত বন্যার্থদের পাশে দাঁড়নোর জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫২ পিএম, ২১ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:২৯ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
আজ মঙ্গলবার বিকাল ৫টা গুলশান চেয়ারপার্সন অফিসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি জাতীয় ত্রাণ কমিটি আহবায়ক বিএনপি স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আহবায়ক আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, সদস্য সচিব আমিনুল হক, রফিকুল ইসলাম মজনু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম রফিকসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল,মহিলা দল, ছাত্রদল, ড্যাব ও জেটেব নেতৃবৃন্দের অনুষ্ঠিত হয়। এসময় ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির সকল নেতাকর্মিদের সর্বোচ্চ দিয়ে দ্রুত বন্যার্থদের পাশে দাঁড়নোর নির্দেশনা দেন।