তারাকান্দায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৩ পিএম, ২১ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:৫৭ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবগঠিত ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
আলোচনা সভা বালিখাঁ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম কামাল,তারাকান্দা উপজেলা যুবদলের আহবায়ক আসাদুল হক মন্ডল, যুগ্ম আহবায়ক আশরাফুল আলম, উপজেলা ওলামাদলের ভারপ্রাপ্ত আহবায়ক মাওলানা মোবারক হোসেন, মৎস্যজীবীদলের সদস্য সচিব শাকিব খান, সেচ্ছাসেবদলের নেতা ফজলুল হক ও জহিরুল হক আল আমিন, বালিখাঁ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সোহরাব আলি, চাঁন মিয়, আমিনুল ইসলাম, আব্দুল হাই, রাজ্জাক সরকার, যুবদলের নেতা রফিকুল ইসলাম, সাহেরুল, উপজেলা ছাত্রদলে সদস্য শফি মন্ডল প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজমুল আলম হিরো। দোয়া মাহফিলে পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন।