ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) আবু বক্কর সিদ্দিক আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৮ পিএম, ২১ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:৩৭ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
আজ মঙ্গলবার বেলা ১১ টায় তার নিজ বাড়ী চকতুলন গ্রামে ধামইরহাট উপজেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উনি বেশ কিছু দিন ধরে হৃদরোগে ভুগ ছিলেন। মৃত্যুকালে তার তিন কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সন্ধ্যা ৬ টায় রঘুনাথপুর মাদ্রাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সুত্র জানায়।
তার শোকসন্তপ্ত। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সকল স্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন, মোঃ ফেরদৌস খান আহবায়ক উপজেলা বিএনপি।