খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় রাজশাহীতে ছাত্রদলের দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৩ পিএম, ১৮ জুন,শনিবার,২০২২ | আপডেট: ১২:৩৯ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আপোষহীন দেশনেত্রী, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেএী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বোয়ালিয়া থানা পূর্ব ও রাজপাড়া থানা ছাত্রদলের উদ্যোগে রাজশাহী মহানগর বিএনপির প্রধান কার্যালয়ে নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (১৮ জুন) দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব মামুনুর অর রশিদ ও সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের অন্যতম সদস্য, বোয়ালিয়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক (সাবেক) বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রদলের সদস্য সচিব মোঃ রাকিন রায়হান রবিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক কমিটির অন্য তম সদস্য রফিকুল ইসলাম ইমন, জাসাস রাজশাহী মহানগর এর সদস্য সচিব মোঃ সেলিম, রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মির তারিক খালেদ, রাজপাড়া থানা ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, নিউ গভঃ ডিগ্রি কলেজের আহবায়ক সাব্বির আহমেদ অন্তর, সহ সাংগঠনিক সম্পাদক, এসকে দাস ভাসা, হাবিবুর রহমান হাবিব, বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ মুনতাসীর আলী সিয়াম, সদস্য মোঃ সাইমন রেজা ২৫ নং এর সভাপতি মোঃ রঞ্জু ইসলাম, ২৭ নং উত্তর এর সভাপতি বেল্লাল হোসেন হিমেল, সাংগঠনিক সম্পাদক মোঃ সানি, দপ্তর সম্পাদক মোঃ জাহিদ, সহ সভাপতি, সিজান, ক্রিয়া সম্পাদক রিজন, সহ সভাপতি, আকাশ আলী সহ আরো অনেকে।
উক্ত আলোচনা ও দোয়া মাহফিল পরিচালনা করেন রাজপাড়া থানা ছাত্রদলের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মোঃ মাহাফুজুর রহমান কোকো।