খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় গাবতলী পৌর ছাত্রদলের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৪ পিএম, ১৮ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৮:৫০ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বগুড়ার গাবতলী পৌর ছাত্রদলের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ আছর (১৭ই জুন ২২) বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনা করেন কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাতে অংশ নেন গাবতলী পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারণ সম্পাদক রাহাদ রহমান তাসকিন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সহ-সভাপতি সেলিম মিয়া, আল আমিন, মেহেদী হাসান সুমন, জিহাদ হাসান, ইমরান হোসেন রনি, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মিলন মিয়া, জিহাদ হাসান অন্তুু, সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ মিয়া, ইসরাফিল হোসেন রিজন, আশরাফুল ইসলাম জয়, তারেক রহমান, সহ-প্রচার সম্পাদক আব্দুন নূর, পৌর ছাত্রদলের সদস্য রক্সি, রাজ, শিহাব, পিয়াস, রনি, শিহাব হাসান।
এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, যুবদল নেতা রনি, শিপন মিয়া’সহ গাবতলী পৌর ছাত্রদলের বিভিন্ন পযার্য়ের নেতা-কর্মী বৃন্দ প্রমূখ।