আ'লীগ সরকারের পদত্যাগই নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি : এমরান সালেহ প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৭ পিএম, ১৮ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৭:৩১ পিএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
'বিএনপি ভোটে এলে ভোট নিয়ে অনেক সমস্যা দূর হবে' বলে আওয়ামী এমপিরা যুক্তরাষ্ট্রের কাছে আওয়ামী লীগের অধীনে আবারও নির্বাচনের দেন দরবারের তীব্র সমালোচনা করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক গ্রহনযোগ্য নির্বাচনের পথে আওয়ামী লীগ সরকারই বড় বাঁধা, তাই আওয়ামী লীগ সরকার পদত্যাগ, সংসদ বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনই নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি এবং এতে ভোট নিয়ে সকল সমস্যার সমাধান হবে।
আজ শনিবার (১৮ জুন) বিকেলে তিনি ময়মনসিংহের হালুয়াঘাটের কালিয়ানিকান্দা বাজারে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, সদর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এর আগে জাতীয় ও দলীয় সঙ্গীতের সাথে জাতীয়, বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের পতাকা উত্তোলন করে, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আবদুল আজিজ খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, সদস্য সচিব আলিমুল ইসলাম আলিম, বক্তব্য রাখেন।
সম্মেলনে এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগের এসব কর্মকাণ্ড তাদের রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ। তিনি বলেন, বিদেশে বিএনপির বন্ধু আছে, প্রভু নেই। তাই বিদেশীদের কাছে যতই ধরনা দিক না কেনো, বিএনপিসহ বিরোধী দল আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনও নির্বাচনে অংশ নেবে না।
তিনি বলেন, একথা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত যে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে জনগণের রায় প্রতিফলিত হবার বিন্দুমাত্র সূযোগ নেই। ২০১৮ সালে আওয়ামী লীগের চ্যালেন্জ গ্রহন করে বিএনপি তাদের অধীনে নির্বাচনে গিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ ভরাডুবির ভয়ে সেই নির্বাচনকে ব্যার্থ করে দিয়েছিল। ডান্ডা মেরে সব ঠান্ডা করে দিয়েছিল,অনুগত প্রশাসন দিয়ে আগের রাতে ভোট ডাকাতি করেছিল। তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না। তাই আওয়ামী সরকারের পদত্যাগের মাধ্যমেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে, জনগণ স্বাধীন ভাবে ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে।
তিনি বলেন, তারা জানে দূর্ণীতি, লুটপাট, দুঃশাসন ও গনবিরোধী কার্যকলাপের জন্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তাদের ভরাডুবি অবশ্যম্ভাবী। সেজন্য তারা গণদাবী উপেক্ষা করে নিজেদের অনৈতিক সরকারের অধীনে আনুগত প্রশাসন দিয়ে বার বার দমন নিপিড়ন চালিয়ে নির্বাচনের নামে প্রহসন করেছে। এবার আর তা হতে দেয়া হবে না। পদত্যাগ করে নির্বাচন না দিলে গণ অভ্যূত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবী আদায় করা হবে।
তিনি গ্রাম-শহর সর্বত্র নেতাকর্মী ও জনসাধারণকে গণ আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেন, ডাক আসলেই সকল প্রতিকূলতা অতিক্রম করে আন্দোলন সফল করতে হবে। তিনি আরও বলেন, সরকারের দূর্নীতি, ব্যার্থতায় জন জীবন বিপর্যস্ত, চাল, ডাল, তেল, মাংশসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উর্দ্ধগতিতে জনগন মহা দূর্ভোগে। অর্ধাহারে অনাহারে ঘরে ঘরে আজ মানুষের বোবা কান্না আর সরকার সেতু উদ্বোধনের নামে উৎসব আয়োজনে ব্যাস্ত। জনদূর্ভোগের শিকার জনগণের সাথে এসব উপহাস ছাড়া কিছুই নয়।
সম্মেলনে সোহান মিয়াকে সভাপতি ও আল আমিনকে সাধারণ সম্পাদক করে হালুয়াঘাট সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়।